Skip to content

গ্যাসের দাম থেকে শুরু করে লোন ও আধার -এ আসছে বড়োসড়ো পরিবর্তন, লাগু হবে 1 ডিসেম্বর থেকে

1 December

নতুন বছর আসতে না আসতেই মানুষের জীবনের বিশেষ কিছু কার্যাবলী সম্পর্কে আসতে চলেছে বড় পরিবর্তন। অর্থাৎ আগামী 1 ডিসেম্বর থেকে এলপিজি সিলিন্ডার এর দাম এর পাশাপাশি ব্যাঙ্কিং ও পেনশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবর্তন হতে পারে নিম্নলিখিত নিয়ম গুলি:-

Uan with addhar link

UAN আধার লিঙ্ক বিষয়ক পরিবর্তন:-

EPFO UNO এবং আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল ৩০শে নভেম্বর। কিন্তু এর পরবর্তীতে এই সময়সীমা আর বাড়ার কোন সম্ভাবনা নেই। সুতরাং এই অবস্থায় যারা এখনো পর্যন্ত এই কাজটি করেননি তাদের আগামী তিনদিনের মধ্যেই সম্পন্ন করতে হবে। এই কাজটি না হলে পড়তে হবে বড় ধরনের বিপদে। যদি সময়সীমার মধ্যে UAN-Aadhaar লিঙ্ক না করা হয়, তাহলে PF গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করা যাবে না। এই ধরনের গ্রাহকরা PF অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না টাকা।

৭ লাখ টাকার বীমা সংক্রান্ত পরিবর্তন:-

৩০ শে নভেম্বর এর মধ্যে UAN-Aadhaar লিঙ্ক না করা হলে হতে পারে আরেকটি বড় ধরনের ক্ষতি। ইপিএফও এমপ্লয়ীজ ডিপোজিট ইন্সুরেন্স (EDLI)-এর জন্য UAN-Aadhaar লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায়, কর্মচারীর প্রিমিয়াম জমা করা হবে না এবং 7 লাখ টাকা পর্যন্ত বীমা কভার এর সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

Gas cylinder
এলপিজি গ্যাসের দামের ক্ষেত্রে হতে পারে পরিবর্তন:-

ডিজেল পেট্রোল এর খুচরা বিক্রেতা সরকারি সংস্থা গুলি প্রতি মাসের প্রথমদিকে নির্ধারণ করেন এলপিজি সিলিন্ডারের দাম। করোনাভাইরাসের নতুন রূপ আসার পরে অশোধিত তেলের দাম ব্যাপকভাবে কমেছে এই শুক্রবার। যা ২০২০ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় পতন। এমন পরিস্থিতিতে আগামী ১লা ডিসেম্বরের পর্যালোচনায় এলপিজি সিলিন্ডারের দাম কমবে এমনটাই আশা করা হচ্ছে।

Sbi

পেনশন ভোগীদের জন্য ও পরিবর্তন:-

সরকারি পেনশনভোগীদের জীবন শংসাপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ শে নভেম্বর। যেসব সরকারি পেনশনভোগী সময়সীমার মধ্যে জীবন পত্র জমা দেবেন না, তাদের পেনশন পাওয়া বন্ধ হয়ে যাবে। EPFO- এর সাম্প্রতিক টুইট অনুসারে , সরকারি পেনশনভোগীদের ৩০ নভেম্বরের মধ্যে জীবণ পত্র জমা দিতে হবে, যা এক বছরের জন্য বৈধ হবে। এমনকি এই কাজটি ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে করা যায়।

এস বি আই (SBI) ক্রেডিট কার্ডের ক্ষেত্রে পরিবর্তন:-

এস বি আই ক্রেডিট কার্ড যারা ব্যবহার করছেন আগামী ডিসেম্বর থেকে তাদের জন্য আসতে চলেছে পরিবর্তন। এখন SBI ক্রেডিট কার্ড দিয়ে EMI- এ কেনাকাটা করা ব্যয়বহুল হয়ে উঠবে। এখন পর্যন্ত SBI কার্ডে শুধুমাত্র সুদ নেওয়া হতো , কিন্তু এখন EMI- তে কেনাকাটা করার জন্য প্রসেসিং ফিও দিতে হবে। এর সরাসরি প্রভাব পড়বে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের পকেটে।

হোম লোন এর ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তন আসতে চলেছে:-

অনেক ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন উৎসবের মরসুমে হোম লোনের উপর দেওয়া হয়ে থাকে বিভিন্ন রকম ছাড়। আর এই অফারগুলিতে সাশ্রয়ী মূল্যের সুদের হার থেকে শুরু করে প্রসেসিং ফিও মুকুব করা হয়ে থাকে। যদিও বেশিরভাগ ব্যাঙ্কের অফারগুলি ৩১ শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত প্রযোজ্য, কিন্তু এলআইসি হাউজিং ফাইন্যান্সের অফারের মেয়াদ শেষ হচ্ছে এই মাসে। কোম্পানিটি যোগ্য গ্রাহকদের ২ কোটি টাকা পর্যন্ত লোনের জন্য 6.66 শতাংশ হারে হোম লোন চালু করেছে যা শেষ হবে আগামী ৩০ শে নভেম্বর।

Share