Skip to content

পয়লা এপ্রিল থেকে আয়করে আসতে চলেছে নতুন নিয়ম, না জানলে পড়বেন সমস্যায়

2021-22 অর্থ বর্ষ শুরু হতে চলেছে 1 এপ্রিল থেকে। নতুন অর্থ বর্ষ শুরু হওয়ার সাথে সাথে আয়কর অর্থাৎ (income tax) এর বিভিন্ন ক্ষেত্রে নানা পরিবর্তন হতে চলেছে। তবে 2021 সালের বাজেটে ব্যক্তিগত আয়করের (personal income tax) হার অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর সম্বন্ধিত কিছু তথ্য টুইটারে পেশ করেছেন। আসুন এক নজরে বিশেষ পাঁচটি বিষয় দেখে নেওয়া যাক।

 

1• Income Tax বিভাগ এর জারি করার নতুন নিয়ম অনুসারে, 2021 সালের 1 এপ্রিল থেকে আড়াই লক্ষ টাকার বেশি PF অবদান রাখলে যে সুদের পরিমাণ হবে তার উপর আপনাকে Tax দিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য উচ্চ বেতনের কর্মচারীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ম যাদের মাসিক বেতন 2 লাখ টাকা তাদের ওপর এর প্রভাব ফেলবে।

2• Leave Travel Concession(LTC) স্কিমটি সরকার কর্তৃক প্রসারিত করা হয়েছে। করোনা মহামারীর জন্য যারা LTC গ্রহণ করতে পারেননি সেই সব কর্মচারীরা এই স্কিম দ্বারা উপকৃত হবেন।

income tax

 

আয়কর

3• সরকার কর্তৃক income tax return filing এর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করবে না তাদের দ্বিগুণ TDS দিতে হবে। এছাড়াও সরকার 206AB ধারা সংযুক্ত করেছে। এবং 1 জুলাই থেকে penal TDS 5-10% থেকে 10-20% বাড়ানো হবে।

4• অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট এ উল্লেখ করেছেন 75 বছরের বেশি বয়সী নাগরিকদের ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে না।

income tax

 

5• এছাড়াও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার প্রক্রিয়াটি আরো সহজ করা হয়েছে। এই বছরের 1 এপ্রিল থেকে Pre-filled ITR forms সরবরাহ করা হবে যার ফলে ইনকাম ট্যাক্স রিটার্ন করা আরও সহজ হয়ে যাবে।

Share