Skip to content

গ্যাসের দাম থেকে শুরু করে PNB ও SBI- এ আসছে বড়োসড়ো পরিবর্তন, লাগু হবে আগামীকাল থেকে

2022 সালের প্রথম মাস জানুয়ারি শেষের মুখে। আগামী মাসের প্রথম দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে অনেক পরিবর্তন ঘটতে চলেছে। আগামী 1 ফেব্রুয়ারি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন (বাজেট 2022-23)। স্পষ্টতই, এটি দেশের অর্থনীতিতে পরিবর্তন আনবে। বাজেট (আম বাজেট 2022) ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে যা 1 ফেব্রুয়ারি থেকে ঘটতে চলেছে৷ এই পরিবর্তনগুলি আপনার পকেটেও প্রভাব ফেলবে৷ কি সেই পরিবর্তন আসুন বিস্তারিত জেনে নেয়া যাক।

State Bank of India (SBI)

• স্টেট ব্যাংকের(SBI ) বড় পরিবর্তন…

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI টাকা ট্রান্সফারের নিয়মে পরিবর্তন আনছে। এখন IMPS-এর মাধ্যমে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে টাকা স্থানান্তরের জন্য ব্যাঙ্ক 20 টাকা + প্লাস GST চার্জ নেবে৷ অর্থাৎ এখন টাকা ট্রান্সফার করা আপনার জন্য ব্যয়বহুল হবে। উল্লেখযোগ্যভাবে, 2021 সালের অক্টোবরে, RBI IMPS-এর মাধ্যমে লেনদেনের পরিমাণ 2 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। রিজার্ভ ব্যাঙ্কও IMPS-এর মাধ্যমে লেনদেনের সীমা একদিনে 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে।

• ব্যাঙ্ক অফ বরোদার(Bank of Baroda) নিয়মে পরিবর্তন….

ব্যাঙ্ক অফ বরোদার চেক ক্লিয়ারেন্স(cheque clearance) নিয়মও 1 ফেব্রুয়ারি থেকে সংঘটিত পরিবর্তনগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের 1 ফেব্রুয়ারি থেকে চেক পেমেন্টের জন্য পজিটিভ পে সিস্টেম অনুসরণ করতে হবে। অর্থাৎ এখন চেক সংক্রান্ত তথ্য পাঠাতে হবে, তবেই আপনার চেক ক্লিয়ার হবে। তবে এই পরিবর্তনগুলি 10 লক্ষ টাকার উপরে চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

Punjab National Bank (PNB)

• পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক(PNB) এর পরিবর্তন….

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) পরিবর্তিত নিয়মগুলি সরাসরি আপনার পকেটকে প্রভাবিত করবে। আসলে, এখন যদি আপনার অ্যাকাউন্টে অর্থের অভাবে কিস্তি বা বিনিয়োগ ব্যর্থ হয়, তাহলে আপনাকে 250 টাকা চার্জ দিতে হবে। এতদিন পর্যন্ত এই জরিমানা ছিল 100 টাকা। অর্থাৎ এখন এর জন্য আপনাকে বেশি টাকা দিতে হবে।

• গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন….

উল্লেখ্য, প্রতি মাসের প্রথম তারিখে এলপিজির(LPG) দাম নির্ধারণ করা হয়। এবারের বাজেটও সামনে, তাই 1 ফেব্রুয়ারি সিলিন্ডারের দামে কী প্রভাব পড়ে সেটাই দেখার বিষয়। দাম বাড়লে বা কমলে তা অবশ্যই সাধারণ জনগণের পকেটে প্রভাব ফেলবে।

Nirmala sitaraman

• নতুন বছরে পেশ হতে চলেছে বাজেট…

1 ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন(finance minister nirmala sitharaman)। এতে প্রত্যক্ষ ও পরোক্ষ করের (ব্যক্তিগত আয়কর হার) সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে। করোনার প্রকোপে ভেঙে পড়া অর্থনীতির মধ্যে এই সাধারণ বাজেট খুবই গুরুত্বপূর্ণ। 5 টি রাজ্যের নির্বাচনও সামনে, তাই এই বাজেটে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Share