প্রতিটি মানুষই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাই। বর্তমানে বিশ্বে যুদ্ধ হানাহানি লেগে রয়েছে। এই ব্যস্ততার মাঝে মানুষ চাই পৃথিবীর কোন এক কোণে শান্তিতে বসবাস করতে। পৃথিবীতে এমন অনেক স্থানে রয়েছে এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম এবং শান্তি মেলে। কিন্তু সেই সব জায়গায় (Tourist Place) যেতে হলে খরচাও অনেক।
কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে আমরা যেমন কয়েকটি জায়গার কথা বলব যেগুলিতে অত্যন্ত কম খরচে আপনি ভ্রমণ করতে পারবেন। এমন কয়েকটি দেশের নাম বলব যেখানে একবার আপনি গেলে আর ফিরে আসতে চাইবেন না। তার মানে বুঝতেই পারছেন সেখানকার পরিবেশ কিরকম হতে পারে। আসুন সেই সব দেশগুলির তালিকা দেখে নেওয়া যাক।
1) চিলি (Chile)
প্রাকৃতিক সৌন্দর্য এর জন্য বিখ্যাত হলো চিলি নামক দেশটি। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই দেশের উদ্দেশ্যে ভ্রমণ করতে আসে। চিলি থেকে আন্দিজ পর্যন্ত টরেস ডেল পেন জাতীয় উদ্যান বিশেষ দর্শনীয় স্থানের মধ্যে পড়ে।
2) কেপ ভার্দে (Cape Verde)
কেপ ভার্দে হলো একটি দ্বীপ শহর।আফ্রিকা মহাদেশের উত্তর-পশ্চিম উপকূলে 9,10 টি দ্বীপ নিয়ে একটি কেপ ভার্দে গঠিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যতা এর পাশাপাশি সাংস্কৃতিক সৌন্দর্যতাও বিশ্ববাসীকে আকর্ষণ করে।
3) বেলিজ ( Belize)।
মধ্য আমেরিকায় অবস্থিত বেলিজ হলো একটি ছোট্ট দেশ। এই জায়গাটি অত্যন্ত কম খরচে ঘোরার জন্য বিখ্যাত। বেলিজ এর বিশেষ কয়েকটি দর্শনীয় স্থান হল মায়ান ধ্বংসাবশেষ এবং বেলিজ ব্যারিয়ার রিফ।
4) ডোমিনিকা (Dominica)
ডোমিনিকা তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উষ্ণ জলের হ্রদ দেখতে পাবেন। এছাড়াও আগ্নেয়গিরির কালো স্যান্ড বিচ ,ফুটন্ত হ্রদ সহ ট্রপিক্যাল রেইনফরেস্ট বিশেষ দর্শনীয় স্থান।
5) কোস্টারিকা (Costa Rica)
কোস্টারিকার সুন্দর সৈকত, আগ্নেয়গিরির, সবুজ সমভূমি এর পাশাপাশি এই দেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এই দেশের খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম এছাড়াও এই জায়গাটি দারিদ্রতার সর্বনিম্ন পরিসংখ্যানে রয়েছে।