আগামী নতুন মাস অর্থাৎ 1 জুলাই থেকে বিভিন্ন নিয়মের পরিবর্তন হতে চলেছে।এই পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের উপর পড়বে। কি নিয়ম ও পরিবর্তন আসছে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
•স্টেট ব্যাংক এর গ্রাহকদের নতুন নিয়ম।
আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর গ্রাহক হোন সে ক্ষেত্রে আগামী 1 জুলাই থেকে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে একাধিক নিয়মের পরিবর্তন আসছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল টাকা তোলার। এটিএম(ATM), চেকবুক অথবা ব্রাঞ্চে গিয়ে টাকা তোলার ক্ষেত্রে এই নতুন নিয়ম। 1 জুলাই থেকে এটিএম থেকে মাসে চারবার কোন চার্জ ছাড়াই গ্রাহক টাকা তুলতে পারবে কিন্তু চার বারের পর পঞ্চম বারের টাকা তুললে অতিরিক্ত 15 টাকা চার্জ ও তার সাথে জিএসটি (GST) দিতে হবে।
•বিবাদ সে বিশ্বাস (Vivah se Vishwas) প্রকল্পের কর প্রদান।
সরকার করোনা মহামারীর মধ্যে করদাতাদের যেসব সমস্যা মোকাবিলা করা হয়েছে তাদের জন্য সরকারি কর বিতর্ক সমাধানের জন্য এই প্রকল্প এর অধীনে অর্থ প্রদানের জন্য কোন সুদ ছাড়াই 30 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত এই দুই মাস সময় বাড়ানো হলো।
• LPG (গ্যাসের) হার গুলির পুনর্বিবেচনা।
বর্তমানের তেল বিপণন সংস্থাগুলি প্রতিদিনের নিরিখে
পেট্রোল-ডিজেলের দাম নির্ধারণ করে থাকে।পেট্রোলিয়াম পণ্যগুলি দাম গুলিতে প্রতিদিনের ওঠানামার অনুসারে সাপ্তাহিক পরিবর্তন প্রয়োজন হতে পারে।
•বাড়িতে বসে পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স।
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সাধারণ মানুষকে অনেক সমস্যার মধ্যে দিয়ে পার হতে হয়। কিন্তু এবার খুব সহজেই বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। জানা যাচ্ছে এবার থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার পর এবং সেখান থেকে পাশ করলেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী 1 জুলাই থেকে। এটি সাধারণ মানুষের জন্য একটি অত্যন্ত স্বস্তির খবর।