বর্তমান সভ্যতা হল ইন্টারনেটের যুগ। এখন প্রায়ই প্রতিদিন কিছু না কিছু জিনিস ভাইরাল হয়ে যায় ইন্টারনেটের মাধ্যমে। এমন বহু জিনিস প্রতিদিন ঘটে যা মানুষকে অবাক করে দেয় এবং সেগুলি ইন্টারনেট এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আজ আমরা আপনাদের এমনই একটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও সম্পর্কে জানাবো যা দেখে আপনিও হতভম্ব হয়ে যাবেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি পেয়ারা গাছে দুটি টিয়া পাখি পেয়ারা খেতে খেতে মানুষের মতই কথা বলছে। দেখা যাচ্ছে পেয়ারা গাছটিতে দুটি টিয়া পাখি পাশাপাশি বসে রয়েছে। সম্ভবত এ দুটি টিয়া পাখি একে অপরের বন্ধু অথবা দম্পতি।
ভিডিওটিতে দেখা যাচ্ছে কখনও একটি টিয়া পাখি কিছুটা পেয়ারা খাচ্ছে এবং তাদের ভাষায় কিছু কথা বলছে এবং কিছুক্ষণ পর অন্য টিয়া পাখি একইভাবে পেয়ারা খাচ্ছে ও কথা বলছে। তাদের কথাবার্তা অনেকটা মানুষের মতই মনে হচ্ছে। মানুষের মতোই পাখিদেরও মনের অনুভূতি এবং চালচলন এই ভিডিওর মাধ্যমে প্রকাশ হচ্ছে।
পাখির কথাবার্তা আমাদের মনকে আনন্দ দিয়ে থাকে। কারণ তাদের আওয়াজে একটা আলাদাই স্নিগ্ধতা থাকে। মানুষ যেমন নিজের ভঙ্গিমাতে মনের ভাব প্রকাশ করে ঠিক তেমনি পাখিদেরও নিজস্ব ভঙ্গিমা থাকে তাদের মনের ভাব প্রকাশ করার। এখানে ঠিক সেটি প্রকাশ পেয়েছে।
দুই টিয়াপাখি বন্ধু হোক অথবা দম্পতি তাদের মনের ভাব প্রকাশ করার মাধ্যম টি আমাদেরকে অবাক করে দেয়। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে একটি পেয়ারা টিকেই তারা ভাগ করে কখনো এই টিয়া পাখি কখনো ওই টিয়া পাখি সমানতালে খাচ্ছে এবং আপন ছন্দে তাদের ভাষায় কথা বলছে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে এবং বহু মানুষ পছন্দ করছেন।
Parrot Paradise নামের চ্যানেলে এই ভিডিওটি ভাইরাল হতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত 9 লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। যেখানে 61 হাজার মানুষ ভিডিওটি কে লাইক করেছেন। শুধু তাই নয় 1.3 হাজার মানুষ ভিডিওটিতে কমেন্টও করেছেন।